উজিরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন
নভেম্বর ২০, ২০২২
0
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার গৌরনদী মডেল থানায় কর্মরত কনস্টেবল মোঃ রমজান বরিশালে রেশন আনার জন্য নিজ মোটরসাইকেল যোগে সকাল অনুঃ ১০.০০ ঘটিকার সময় ঢাকা - বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী মেজর জলিল সেতুর মাঝখানে এসে পৌছলে ঢাকাগামী সুগন্ধা পরিবহন (ঢাকা মেট্রো ব- ১৪-৩২১৩) অন্য একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহী রমজানকে চাঁপা দিয়ে পালিয়ে যায়।এতে রমজানের ডান পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।স্থানীয় লোকজন চিকিৎসার জন্য উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যায়।এবং হাইওয়ে পুলিশ সুগন্ধা গাড়িটি আটক করে এবং মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে যায়।পুলিশ কনস্টবল রমজাকে শেবাচিম কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেছেন বলে তথ্য পাওয়া গিয়েছে।