।
আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ-
নোয়াখালী সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বর ইসলামীয়া ইবতেদায়ী মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মরহুম হাজী আতিক উল্লাহ মুন্সি বাড়ীর দরজায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর ( বৃহস্পতিবার ) রাতে বিশিষ্ট সমাজসেবক ফয়েজ উল্লাহ মেম্বারের সভাপতিত্বে
হাফেজ মাওলানা হেলাল হোসাইনের সঞ্চালনায় এলাকার যুবকদের সার্বিক তত্ত্বাবধানে
ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন চাঁদপুর হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা আবু নছর আশরাফী সাহেব,
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন,সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব,জাতীয় পুরুস্কারপ্রাপ্ত ক্বারী, আব্দুল মান্নান, আরো ওয়াজ করেন, চরজুবিলী বায়তুল মাওলা জামে মসজিদের খতিব হয়রত মাওলানা আবদুল ওয়াদুদ সাহেব, হয়রত মাওলানা আব্দুর রহমান সিরাজী সাহেব প্রমুখ।
এসময় শতশত মুসল্লী ওয়াজিনদের হিদায়াতী বয়ান মনোযোগ সহকারে শুনেন, পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।