ব্রিটিশ এয়ারওয়েজের পুরুষ পাইলট ও কেবিন ক্রুরাও এখন থেকে সাজগোজ, মেকআপ ও পছন্দ মতো গহনা পরতে পারবেন। লিঙ্গ নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থাটির কর্তৃপক্ষ।
এখন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের সব কর্মীরাই মাসকারা, ফলস আইল্যাশ ও কানের দুল পরতে পারবে। সাথে হ্যান্ড ব্যাগ নিতেও তাদের আর কোনো বাধা নেই।
এছাড়াও নারী পুরুষ সব কর্মীই পারবেন নেইল পলিশ ব্যবহার করতে।এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, ‘আমরা আমাদের সহকর্মীদের নিয়ে গর্বিত। কর্ম পরিবেশ অন্তর্ভুক্তিমূল করতে আমার প্রতিশ্রুতিবদ্ধ।’ জানানো হয়েছে কর্মীদের আরও সুন্দর ও সাবলীল হওয়ার সুযোগ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।