শেরপুরে ৪ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার
নভেম্বর ১৪, ২০২২
0
এম,শাহজাহান ষ্টাফ রিপোর্টারঃ
শেরপুর পৌর শহরের রঘুনাথ বাজার থানার মোড় থেকে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২৭) ও রবিউল আউয়াল (২০) নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৩ নভেম্বর রবিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া উপজেলার কলেজপাড়া মহল্লার রিপন মিয়ার ছেলে। ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুবাইল গ্রামের ওবায়দুল্লার ছেলে রবিউল আউয়াল বাপ্পী। এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নির্দেশনায় উপ- পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী উপ- পরিদর্শক (এএসআই) উমর ফারুকসহ পুলিশের একটি অভিযানিকদল শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে রোববার অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ওই দুই মাদক কারবারি এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা আন্তঃজেলা মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিল। এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।