শেরপুরে ৪ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
এম,শাহজাহান ষ্টাফ রিপোর্টারঃ শেরপুর পৌর শহরের রঘুনাথ বাজার থানার মোড় থেকে ৪ কেজি গাঁজাসহ আল আমিন (২৭) ও রবিউল আউয়াল (২০) নামে দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৩ নভেম্বর রবিবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল আমিন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া উপজেলার কলেজপাড়া মহল্লার রিপন মিয়ার ছেলে। ও ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুবাইল গ্রামের ওবায়দুল্লার ছেলে রবিউল আউয়াল বাপ্পী। এক গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নির্দেশনায় উপ- পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী উপ- পরিদর্শক (এএসআই) উমর ফারুকসহ পুলিশের একটি অভিযানিকদল শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড়ে রোববার অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। ওই দুই মাদক কারবারি এক স্বীকারোক্তিতে জানিয়েছে তারা আন্তঃজেলা মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিল। এব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)