সাতক্ষীরা সদরের চুপড়িয়ায় ৬ দিন স্কুলছাত্র সামিম হাসান নিখোঁজ,থানায় জিডি

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
ফরহাদ রেজাঃ গত ছয় দিনে নিখোঁজ স্কুল ছাত্র সামিম হাসানের(১৫) খোঁজ মিলেনি। সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামের সাইফুদ্দিন মোল্লার ছেলে,স্কুল ছাত্র সামিম হাসান নিখোঁজ হয় গত বুধবার ০৯-১১-২২ সকাল থেকে। নিখোঁজ সামিম হাসানের মা মোমেনা খাতুন ও বাবা সাইফুদ্দিন মোল্লার বরাত দিয়ে তার ভাই শিহাবউদ্দীন জানান, সে তার মামার বাড়ি থেকে পড়ালেখা করতো।গত বুধবার বাড়ি থেকে সামিম হাসান(১৪) সাইকেলে করে কুশখালি বাজারে আসে।সেখান থেকে তার ব্যবহার করা স্মার্টফোন একটি দোকানে রেখে চলে যায়।পরবর্তীতে সে আর ফিরে আসে না।অবশেষে দিন গড়িয়ে রাত এলে সে বাড়ি না ফিরায় তার মা- বাবা আত্মীয় স্বজনরা আত্মীয়দের বাড়িতে বা এলাকায় বিভিন্ন বাড়িতে খোজাখুজি করে তার খোঁজ পায়নি। সামিম হাসান সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সামিম হাসানের উচ্চতা অনুমান-৫ ফুট।এবং গায়ের রং শ্যামলা,মুখ গোলাকার,তার গায়ে ছিল,সাপা ফুলহাতা শাট, আর পরনে ছিল নীল রংয়ের জিন্স প্যান্ট,ও পায়ে কালো জুতা। এ ব্যাপারে সাতক্ষীরায় সদর থানায় থানায় সাধারণ জিডি করা হয়েছে। তার মা মোমেনা খাতুন,ছেলে সামিম হাসান স্কুল ছাত্রের সন্ধান লাভের জন্য (০১৮৩০৮৩৭৪২৫) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)