ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামে ২৭০ ফিট পতাকা টানিয়েছেন ব্রাজিলিয়ান সমর্থকরা
নভেম্বর ১৭, ২০২২
0
ভালুকা প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপ খেলার শুরুর আগেই নিজ নিজ দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের ফুটবল প্রেমিরা। নিজ নিজ দলের প্রতি ভালোবাসা আর বাঁধভাঙা উচ্ছ্বাসের কমতি নেই তাদের। এমনি দৃশ্য অবলোকন হচ্ছে, ভালুকা উপজেলার ফুটবল প্রেমিদের মাঝে। বেশ কিছুদিন ধরেই ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের ব্রাজিলের ২৭০ ফিট আর আর্জেন্টিনার ৯০ ফিট পতাকা টাঙ্গিয়ে উল্লাসের খবর এখন সারা দেশের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই গ্রামের মধ্যে এরকম পতাকা যুদ্ধে এ যেন আর্জেন্টিনা সমর্থকদের কাটা ঘায়ে মরিচ গুঁড়ো দেওয়ার মতো অবস্থা।সরেজমিনে দেখা গেছে, বিশ্বকাপকে সামনে রেখে উপজেলা সদর থেকে উপজেলার প্রতন্ত অঞ্চলে ফুটবল প্রেমিদের মাঝে ছড়াচ্ছে উচ্ছাস ও উন্মাদনা। বিভিন্ন বাসাবাড়ির ছাদে ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে শোভা পাচ্ছে পছন্দের দলের পতাকা। এদিকে উপজেলায় বেড়েছে দলীয় জার্সির বিক্রি। বিক্রি হচ্ছে বিভিন্ন দলের ছোট বড় আকারের পতাকা। বিশ্বকাপের উত্তাপ ছড়িয়েছে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত নিজের দলের বিজয় নিয়ে যুক্তি তর্কে মেতে উঠছে চায়ের দোকান ও গ্রামের মোড়ে মোড়ে।