রসিক নিবার্চনে কাউন্সিলর পদে মনোনয়ন কিনলেন-
নভেম্বর ২১, ২০২২
0
শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নিবার্চনে ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে মনোনয়ন কিনলেন রংপুর সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আলী হোসেন ছোটবাবু।
সোমবার (২১ নভেম্বর ২২) দুপুর ১ টার দিকে উপজেলা নিবার্চন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রেজাউল করিম এর কাছ থেকে এ মনোনয়ন ফরম গ্রহন করেন।
এসময় উপস্থিত ছিলেন, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহসিন মিয়া, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম খোকন, ওয়ার্ড কৃষক লীগের সদস্য ও সিটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম খোকন, মহানগর যুবদলের প্রচার সম্পাদক রেজাউল ইসলাম রাবু, সিটি বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, সাবেক সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক আলামীনসহ ২৩নং ওয়ার্ডের গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবার তৃতীয় বারের মতো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর।
১লা ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরের দিন ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা ১৭ দিন প্রচার-প্রচারণার সুযোগ পাবেন। ২৭ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ করা হবে।##