ভালুকায় হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোঘনার প্রতিবাদে বিক্ষোভ
নভেম্বর ২১, ২০২২
0
ভালুকা উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ছাত্রলীগের কমিটি থেকে কৌশলে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে সাধারণ সম্পাদক মারুফ হাসান পুলক ও তার কয়েকজন অনুসারীকে বাদ দিয়ে নতুন কমিটি ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। রোববার দুপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তার সমর্থকরা।এসময় মহাসড়কের এক পাশের রাস্তায় প্রায় দুই ঘন্টা সময় গাড়ী চলাচল বন্ধ ছিলো।বিক্ষোভে হবিরবাড়ী ইউনিয়নর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ হাসান পুলক জানান, সুকৌশলে গত ১৭ই নভেম্বর মধ্য রাতে বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখার সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের কমিটিকে বিলুপ্ত করা হয়। এবং ওই দিনই হাবিবুল্লাহ হাসান পারভেজকে সাধারণ সম্পাদক করে মো: সাদেকুর রহমানকে সভাপতি করে নতুন কমিটি গঠন করা হয়।বিক্ষোভে তাদের দাবি নতুন কমিটি বিলুপ্ত করে আগের কমিটিকেই পুনরায় বহাল রাখতে হবে। পরে ভালুকা মডেল থানা পুলিশের মাধ্যমে স্থানীয় এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ও ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ মোবাইল ফোনের মাধ্যমে বিক্ষোভদের সাথে কাথা বললে তারা সময় চেয়ে অবরোধ তুলে নেয়।