উজিরপুরে দক্ষিণ হারতা মমিনউদ্দিন দাখিল ও নূরানী মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ হারতা মমিনউদ্দিন দাখিল মাদ্রাসা টি ১৯৮৪ সাল থেকে এলেম ও সুন্নাহ মোতাবেক পাঠদানের মাধ্যমে নিয়মিত পরিচালিত হয়ে আসছে। তার ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় ২৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মাহফিলটির সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার।ইসালে সওয়াব ওয়াজমাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মুহাম্মাদ শামসুল আলম মোহেব্বী।প্রতিষ্ঠিতা প্রিন্সিপাল,দারুসসুন্নাত কিতাব শিক্ষাকেন্দ্র ঢাকা খতিব,জনকল্যাণ জামে মসজিদ, মিরপুর ঢাকা। সাবেক সহকারী মুহাদ্দিস, ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দ্বীনিয়া মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুফাসসিরে কুরআন মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান ছালেহী খতিব আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কেরানীগঞ্জ,ঢাকা ইসলামী আলোচক,বিটিভি ও মাইটিভি।আরো আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রধান ক্বারী শায়েখ আহম্মদ বিন ইউসুফ আল আযহারীর সুযোগ্য ছাত্র হাফেজ ক্বারী মোহাম্মদ আবুল হাসান।জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের দায়িত্বে ছিলেন হজরত মাওলানা মুহাম্মদ আ.জ.ম. অহিদুল আলম সাহেব মুহাদ্দিস ছারছিনা‌ দারুসুন্ন‌ত কামিল মাদ্রাসা।অবশেষে শত-শত মুসল্লীদের উপস্থিতির মধ্যে দোয়া ও মুনাজাত শেষে তাবারক বিতরণ এর মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)