দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র ,প্রতিনিধিঃদুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাসের বিন আবদুল আজিজ আল দাউদ। তার সঙ্গে এসেছেন সংশ্লিষ্ট দফতরের ১৩ কর্মকর্তা।ত্র সময় ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ।গত শনিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিশেষ ফ্লাইটযোগে সৌদি আরব থেকে ঢাকায় আসেন উপমন্ত্রী নাসের।বাশার বিমান ঘাঁটিতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকায় সৌদির রাষ্ট্রদূত ঈসা ইউসেফ আলদুহাইলান, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাতে সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত ইউসেফ আলদুহাইলানের সঙ্গে নৈশভোজে অংশ নেয়ার কথা রয়েছে উপমন্ত্রীর।খবর বাপসনিউজ। সফরের দ্বিতীয় ও শেষ দিন রোববার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন।দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেয়ার কথা রয়েছে নাসেরের। রোববার সন্ধ্যায়ই সৌদির একটি বিশেষ ফ্লাইটযোগে স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন উপমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)