উজিরপুর প্রতিনিধিঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ৯ নভেম্বর ৯.১০ টায় বরিশাল র্যাব ৮ এর সিনিয়র এডি মোঃ রবিউল ইসলাম অপস অফিসার ল্যাব এইট এর নেতৃত্বে উজিরপুর উপজেলার গাজিরপাড় এলাকার দুই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি মাদক সম্রাট মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস বেপারী(৪৫) কে ইসলাদী টোল প্লাজার সামনে হতে ১.৯৪৫(এক কেজি নয়শত পয়তাল্লিশ গ্রাম) গাঁজা ও ব্যবসায়িক কাজে ব্যবহারিত ১৬১০ ( এক হাজার ছয়শত দশ টাকা) নগত সহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১)সারনির ১৯(ক) ধরায় মামলা রজু করে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করেন।র্যাব ৮ এর পক্ষ থেকে জানান আমাদের এ অভিযান চলমান এবং সর্বনাশা মাদক দ্রব্য থেকে দেশ ও যুব সমাজকে রক্ষা করতে আমাদের এ অভিযান চলমান এবং অব্যাহত থাকবে।