জীবননগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
আতিয়ার রহমান,জীবননগর(চুয়াডাঙ্গা):১৪-১১-২২ চুয়াডাঙ্গার জীবননগর থানার চৌকস পুলিশ অফিসার সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম ও এসএম রায়হান সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাঙ্গাপাড়াস্থ তিন রাস্তা মোড় থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ দু'জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। জীবননগর থানার সাব-ইন্সপেক্টর নাহিরুল ইসলাম ও এসএম রায়হান সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যায় জীবননগর থানা-ধোপাখালী সড়কে ডাঙ্গাপাড়ার মোড় তিন রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন দু'জন মাদক ব্যবসায়ী ফেনসিডিলসহ একটি হিরো স্প্লিন্ডার মোটর সাইকেল যোগে জীবননগর পৌর শহরের দিকে আসছে। এ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল এলাকায় অবস্থান নেন। এক পর্যায়ে একটি মোটর সাইকেল থামিয়ে আটক করেন। আটককৃতদের নিকট থেকে পুলিশ, ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে -উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে আসাদুজ্জামান এলমি(২১) এবং মাধবখালী ছটাংগাপাড়ার ফজলু সরদারের ছেলে সোহাগ সরদার(২৩)। জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে জীবননগর উপজেলাকে মাদক মুক্ত করতে আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি। নিয়মিত অভিযানের অংশ হিসাবে মাদক ব্যবসায়ী এলমি ও সোহাগ সরদারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। ### আতিয়ার রহমান জীবননগর,চুয়াডাঙ্গা ০১৯১৪-০৯০০৭৫ ১৪-১১-২২

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)