সড়কে শৃঙ্খলা ফিরাতে জীবননগরে দিনভর ট্রাফিক
নভেম্বর ১৪, ২০২২
0
পুলিশের অভিযানে ৬১ টি মোটর সাইকেল আটক
আতিয়ার রহমান,জীবননগর (চুয়াডাঙ্গা):-২৪-১১-২২
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সড়কে শৃঙ্খলা ফিরাতে ট্রাফিক পুলিশের একটি টিমের সদস্যরা সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ ২২৮ টি যানবাহন চেক করেন। তন্মধ্যে ৬১ টি মোটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স না থাকায় আটক করেন। এ ছাড়াও ০২টি অযান্ত্রিক গাড়ী ও আটক করেন। ট্রাফিক পুলিশের জীবননগর পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় অনেক মোটর সাইকেল আরোহী পুলিশ দেখে এদিক সেদিক ছুটাছুটি করতে দেখা যায়। জীবননগর থানার গেটের সামনে রাস্তার ওপর থেকেও অনেক মোটর সাইকেল আটক করা হয়।
এদিকে অনেক মোটর সাইকেল আরোহীর অভিযোগ মোটর সাইকেল আটকের প্রয়োজনীয় কাগজপত্র বের করার আগেই পুলিশ হাতে কেস শ্লিপ ধরিয়ে দিচ্ছেন। পরবর্তীতে কাগজত্র দেখালেও বলা হচ্ছে কেস শ্লিপ ভাঙাতে হবে। ফলে অনেকের দাবি কাগজপত্র দেখাতে এজটু দেরি হওয়ায় হয়রানির শিকার হতে হচ্ছে। অতিসম্প্রতি জীবননগরে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মোটর সাইকেল আরোহীদের মধ্যে বৈধ কাগজপত্র প্রস্তুত তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে।
আতিয়ার রহমান
জীবননগর, চুয়াডাঙ্গা
০১৯১৪-০৯০০৭৫
১৪-১১-১২