চলতি বছরের শেষ কোয়ার্টারেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো অর্থনৈতিক মন্দার মুখে পড়বে-এমন ভবিষ্যৎ বাণীই করেছে ইউরোপিয়ান কমিশন।
ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি বিষয়ক কমিশনার পাওলো জেনটিলোনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘অর্থনৈতিক পরিস্থিতি চরম ভগ্নদশায় আমরা সংকোচনের দুই চতুথাংশের দিকেই এগিয়ে যাচ্ছি।’
এছাড়াও দ্রব্যমূল্য চলতি বছরের শেষের দিকে আরও বাড়বে এবং সেই বর্ধমান দাম ২০২৩ সালেও অব্যাহত থাকবে। গড় মুদ্রাস্ফীতি হতে পারে ৯.৩ এবং ২০২২ সালে এই গড় আছে ৮.৫।ইউরোপিয়ান কমিশন এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ আর রাশিয়ার গ্যাস নির্ভরতাই
ইউরোপকে এই দিকে ঠেলে দিচ্ছে। সংস্থাটির মতে জ্বালানি সঙ্কটের কারণেই কমছে মানুষের ক্রয় ক্ষমতা, সেই সাথে পাল্লা দিয়ে কমছে উৎপাদন।