জীবননগর রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলায় ভূমিদস্যুদের তান্ডব, এমপির নির্দেশকে অমান্য করে অসহায় ও ভূমিহীন নারীকে বেধরক ভাবে পিটিয়ে জখম
মে ২০, ২০২৩
0
।
জাহিদ হাসান জিহাদ স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের পুরাতন চাকলা গ্রামের মোছাঃ রেক্সোনা(৪৫) খাতুন, স্বামী মোঃ কামাল হোসেন। তিনি একজন অসহায় এবং ভূমিহীন নারী। পরবর্তীতে তার দুঃখ কষ্ট ও দুরবস্থার কথা বিবেচনা করে চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর টগর মহোদয় ভূমিহীন রেক্সোনাকে পুরাতন চাকলার একটি খাস জমিতে বাড়িঘর নির্মাণের জন্য বরাদ্দ দেন। পরবর্তীতে আজ ২০মে শনিবার রেক্সোনা এমপি দেওয়া ওই স্থানে ঘর নির্মাণ করতে গেলে তিনি স্থানীয় ভূমিদস্যুর বাধার মুখে পড়েন। পরবর্তীতে রেক্সোনা তাদেরকে বলে আমাকে এমপি অনুমতি দিয়েছে এখানে বাড়িঘর নির্মাণের জন্য কিন্তু ভূমিদস্যুরা সে কথার তোয়াক্কা না করে একপর্যায়ে পুরাতন চাকলা গ্রামের মোঃ তাহের আলী, পিতা: জিল্লুর রহমান, মোঃ রেনু , পিতা মোঃ আব্দুল কাদের বিশা, মোঃ ফেরদৌস, পিতা মোঃ মোতালেব, মোঃ সাইদুর রহমান, পিতা: ইউসুফ আলী এবং রেনুর দুই পুত্র মাইনু ও হারুন অসহায় রেক্সোনা কে বাঁশ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে পিটিয়ে জখম করে এবং এতে রেক্সোনা জ্ঞান হারিয়ে ফেলে। পরবর্তীতে ঐ সকল ভূমি দস্যুরা রেকসোনাকে পার্শ্ববর্তী একটি খালে অজ্ঞান অবস্থায় পানিতে ফেলে দেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন রেক্সোনা কে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রেক্সোনার অবস্থা আশঙ্কাজন।