বাঘায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মে ২০, ২০২৩
0
আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
শনিবার(২০ মে) সকাল ১১ টায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাঘা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমুল চত্বরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত এ “কৃষি প্রযুক্তি মেলার’’ শুভ উদ্বোধন'' করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাঘায় একশ প্রকার আম দেখে রাজশাহীর ৬ (চারঘাট-বাঘা) আসনের নির্বাচিত সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, এক সময় যে সমস্ত ফল বাংলাদেশে পাওয়া যেত না, এখন সেসব ফল বাঘায় উৎপাদন হচ্ছে। বাঘার শিক্ষিত যুবকরা কৃষিতে মননিবেশ করায় কৃষি সমৃদ্ধশালী করে তোলা সম্ভব, তারাই পারে দেশকে কৃষি অর্থনীতেতে প্রভাবিত করতে।
উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতানের সভাপতিত্বে আয়োজিত সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার কৃষিকে উন্নয়নের ধারাবাহিকতায় রাখতে, বাঘার শিক্ষিত যুবকরা এ উপজেলায় ইতোমধ্যে ড্রাগন চাষ, বিনা ধান ২৫, চাষ, চিয়া সিড, মালচিং পদ্ধতিতে টমেট-সহ নানা প্রকার সবচি চাষ, পলিনেট হাউজ করে ক্যাপসিকাপ মরিচ এবং শীতের সবজি গরমে ও গরমের সবজি শীতে উৎপাদন, অধিক পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের বারি ৩৩ গম বীজ চাষ করে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
বাঘা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলীর সঞ্চলনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার কামরুল ইসলাম, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল,বাঘা উপজেলা কৃষকলীগের সভাপতি শফিউর রহমান, বাজুবাঘার কৃষক এনামুল হক, বাউসার আমিনুল ও পাকুড়িয়ার আশরাফুদৌল্লা ।
উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আ’লীগের সহ সভাপতি আমজাদ হোসেন নবাব, সাংগঠনিক সম্পাদক আলফুর রহমান, আড়ানী পৌর মেয়র মুক্তর আলী, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু,বীর মুক্তি যোদ্ধা আজিজুল আলম,বাঘা থানার ওসি খাইরুল ইসলাম, বাঘা উপজেলা আ’লীগের নেত্রীবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, সু-শীল সমাজের নেত্রীবৃন্দ ও প্রায় ৫ শতাধিক কৃষক। এদের মধ্যে ৩০ জন সফল কৃষককে হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।