সুজানগরে বিভিন্ন দোকান মালিকদের সাথে মতবিনিময়

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
এম মনিরুজ্জামান, পাবনা:
সুজানগর বাজারের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পাবনার সুজানগর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে চুরি রোধে ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ও মার্কেট মালিক সমিতির সভাপতি শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা। স্বাগত বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান। আরো বক্তব্য দেন, মার্কেট মালিক সমিতির প্রতিনিধি এড.শাজাহান আলী খান, আবুল হাশেম প্রমুখ। এছাড়াও বাজারের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে বাজার ও বাসা বাড়িতে চুরি রোধে সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানান।।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)