মাঠে নামছেন মেসিরা, আরো একটি ফাইনালের হাতছানি

প্রতিদিন বাংলাদেশ নিউজ 24
0

 

মাঠে নামছেন মেসিরা, আরো একটি ফাইনালের হাতছানি


লিগস কাপের শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই আরো একটি ফাইনালের হাতছানি ইন্টার মায়ামির সামনে। লিগস কাপ জিতে নিজেদের ইতিহাসের প্রথম ট্রফি পেয়ে মায়ামি এখন ভাসছে উৎসবে। সেই উৎসবের মাঝেও মেসিদের চোখ আরেকটি শিরোপার দিকে।

মায়ামির জার্সিতে মেসি এখন পর্যন্ত যে সাতটি ম্যাচ খেলেছেন, সেগুলো ছিল লিগস কাপের। এবার ইউএস ওপেন কাপে মেসির অভিষেক হতে যাচ্ছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৫টায় ইউএস ওপেন কাপের সেমিফাইনাল খেলতে নামবে মায়ামি। এই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ সিনসিনাটি এফসি। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিনসিনাটির ঘরের মাঠ টিকিউএল স্টেডিয়ামে।

অর্থাৎ ইউএস ওপেন কাপে আর দুটি ম্যাচ জিতলেই শিরোপা জিতবে মায়ামি।

যুক্তরাষ্ট্রে এখন যতগুলো ফুটবল টুর্নামেন্ট হয়, এর মধ্যে ইউএস ওপেন কাপ সবচেয়ে পুরনো। ১৯১৩-১৪ মৌসুমে প্রথম শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে।

মেসি যোগ দেওয়ার আগেই মায়ামি এই টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছিল।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)