বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে শেখ হাসিনা কাজ করছে- পুলিশ সুপার, যশোর

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে চলেছেন। স্বল্প, মধ্যম আয়ের দেশ ছাড়িয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তিনি দেশের কল্যাণে কাজ করছেন। গতকাল বুধবার বিকালে যশোরের অভয়নগর থানার আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম তাঁর বক্তব্যে এ কথা বলেন।তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। সেই খুনি চক্র পুনরায় সক্রিয় হয়ে উঠছে। তারা দেশে ধ্বংসাত্মক রাজনীতির পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেশের চলমান উন্নয়নের ধারা ব্যহত করে বিদেশি প্রভূদের প্রেসক্রিপশনে কাজ করছে। সরকারের উন্নয়নের ধারা ও দেশের মানুষের ক্ষতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভয়নগর থানা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবায়ক আলী আহম্দে খান বাবু, ব্যবসায়ী আব্দুল আজিজ সরদার, উপজেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া-রাজঘাট শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)