কাহালুর ট্রাক চাপায় প্রান হারালেন নববিবাহিতা যুবক
আগস্ট ৩০, ২০২৩
0
।
মোছাঃ শারমিন আক্তার বগুড়া জেলা প্রতিনিধিঃ
অদ্য ইং ২৯/০৮/২৩ তারিখ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে বগুড়া -নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার বারমাইল গার্ডেন ভিউ এর সামনে সান্তাহার টু বগুড়া রোডে সড়কে অজ্ঞাতনামা একটি ট্রাক ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক জাকারিয়া মন্ডল (২০) ঘটনাস্থলে গুরুতর আহত হন, স্হানীয় জনগন উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে, হাসপাতালে জাকারিয়া কে মৃত ঘোষনা করে হাসপাতাল কর্তৃপক্ষ । মৃত জাকারিয়া মন্ডল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার বারইল কুটিপাড়া গ্রামের রেজাউল মন্ডলের পুত্র।
কাহালু থানা পুলিশ জানান, মৃত জাকারিয়া মন্ডল কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের
এবিসি টাইলস কারখানাতে চাকরি করেন। সকালে নিজ বাড়ি হতে একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, যার নম্বর জয়পুরহাট-হ-১৪-৫১৫৯ যোগে এবিসি টাইলস কারখানায় আসার সময় তিনি এ দুর্ঘটনার শিকার হন।
নিহতের পরিবার আত্মীয়-স্বজন উক্ত দুর্ঘটনা সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা করিবে না মর্মে জানাইলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করিয়া ইসলামী শরীয়ত মোতাবেক দাফন কাফনের জন্য মৃত জাকারিয়া মন্ডল এর লাশ তার চাচা মোঃ সিরাজুল ইসলামের নিকট হস্তান্তর করেন থানা পুলিশ ।পারিবারিক সুত্রে জানা যায় গত ২৮ আগষ্ট জাকারিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন।এ নিয়ে এলাকায় নিজ বাড়ী এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কাহালু থানার সেকেন্ড অফিসার এস আই নাজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।