কাজিপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় সভা ও গাছের চারা বিতরণ
আগস্ট ৩০, ২০২৩
0
লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয়ে সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩০ আগষ্ট) বুধবার বেলা সাড়ে ১১টায় কাজিপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মাসিক সমন্বয় সভা ও বিভিন্ন ফলোজ ও বনজ গাছের চারা শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি করা হয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ কাজিপুর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলুর রহমান সিরাজী তিনি বলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষার্থীদের আধুনিক মানের হয়ে আগামী উন্নত বিশ্বের ২০৪১ সালের মোকাবেলা করতে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে প্রতিটি শিক্ষার্থীকে। শিক্ষাব্যবস্থা এর আধুনিকীকরণে জীবনমুখী শিক্ষা সঠিক কর্মসংস্থানের পথ হবে বলেও তিনি উল্লেখ করেন।
বক্তব্যে উপজেলা শিক্ষক অফিসার হাবিবুর রহমান বলেন, বিদ্যালয় পরিচালনায় প্রধান শিক্ষকদের আরও চৌকস হতে হবে। গ্রামীণ পর্যায়ে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপে সকল শিক্ষা প্রতিষ্ঠান আধুনিক ভবন ও তথ্য প্রযুক্তির সমন্বয়ে শিক্ষাকে শক্তিশালী করা হচ্ছে। আগামী ২০২৪ সালের মধ্যে প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ভবন হবে।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রায়হান কবির, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনেক ইসলাম।
আরো বক্তব্য রাখেন,ভাই চেয়ারম্যান শাপলা খাতুন।
সমন্বয়ে সভা শেষে প্রত্যেকটি বিদ্যালয় এর সামনে সৌন্দর্য বর্ধন করতে। প্রত্যেকটি বিদ্যালযয়ের প্রধান শিক্ষকদের হাতে চারটি করে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ছবি আছে -লিমন খান, কাজিপুর প্রতিনিধি
৩০/০৮/২৩ ০১৭১১১৬১৩৫২