নওগাঁয় বিএমএসএস'এর সম্মেলন ও সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত
আগস্ট ২৭, ২০২৩
0
জয়পুুরহাট, প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে নওগাঁর বদলগাছী ও পত্নীতলা উপজেলা কমিটির সম্মেলন এবং সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ আগস্ট) বেলা ১১ টায় বদলগাছীর ডাক বাংলায় রাজশাহী বিভাগীয় কমিটির (বিএমএসএস) সভাপতি মো.এনামুল কবীর(এনাম) এর সভাপ্রতিত্বে নওগাঁ জেলার বদলগাছী ও পত্নীতলা এইদুটি উপজেলা কমিটি রাজশাহী বিভাগীয় উপস্থিত নেতাকর্মীদের পরামর্শে উন্মুক্ত কমিটি ঘোষণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অনুমোদন দেন খন্দকার মো. আরিফুর রহমান এর আগে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিক নির্যাতন বন্ধসহ সাংবাদিকদের নিরপেক্ষ ভানে কাজ করার আহ্বান জানিয়ে ও বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন,অনুষ্ঠানের উদ্বোধক এ্যাড.তোফাজ্জল হোসেন (সাবেক পিপি) নওগাঁ জজকোর্ট।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,রহিমা খানম সুমি যুগ্ম- মহাসচিব কেন্দ্রীয় কমিটি (বিএমএসএস),মো.আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক রাজশাহী বিভাগীয় কমিটি (বিএমএসএস),নিরেন দাস যুগ্ম-সাধারণ সম্পাদক (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি ও,মো. ইসরাফিল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় কমিটি
আবু রায়হান,মো.রবিউল ইসলাম,বদলগাছী থানা পুলিশ সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন মো.মুজাহিদ হোসেন যুগ্ম-সাধারণ সম্পাদক (বিএমএসএস)।এবং প্রধান আলোচক হিসেবে সঞ্চালনা করেন মো.সুমন সরদার