কাজিপুরের চরাঞ্চলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড
আগস্ট ২২, ২০২৩
0
লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের চরনটিপাড়া গ্রামে বাংলা ড্রেজার ব্যবহার করে যমুনা নদীর শাখা থেকে অবৈধভাবে বালি মাটি উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতে ডেজার মালিক ১'লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২২ (আগষ্ট) মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের বিশেষ একটি টিমের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়নের চরনাটিপাড়া গ্রামের মসলিম মন্ডলের ছেলে আব্দুল মান্নান বাংলা ড্রেজার্ট লাগিয়ে অবৈধভাবে বালি মাটি উত্তোলন করায় তাকে ১লক্ষ টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় আইনগতভাবে সহযোগিতা করেন। কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির আইসি মিজানুর রহমান, এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজিপুর মোবাইল কোর্টকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, মাটি ব্যবস্থাপনা আইনে ১'লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধ ও জনস্বার্থে মোবাইল কোর্টের এ অভিযান অব্যাহত থাকবে।
ছবি আছে -
লিমন খান কাজিপুর প্রতিনিধি
২২/০৮/২৩ ০১৭১১১৬১৩৫২