বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আরেক নাম উন্নয়নের ম্যাজিক ম্যান - এমপি জয়
সেপ্টেম্বর ০৪, ২০২৩
0
লিমন হেলাল : কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল রতনকান্ধি আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৩ উপলক্ষে অবসর প্রাপ্ত শিক্ষক, কর্মচারীদের সম্মননা সস্মারক প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন এবং একাডেমিক ভবন ও শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ সেপ্টেম্বর (সোমবার) স্কুলটির আয়োজীত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে রাখেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১ কাজিপুর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জয় বলেন দেশনেত্রী শেখ হাসিনার আরেক নাম উন্নয়নের ম্যাজিক ম্যান। দেশের তথাকথিত বুদ্ধিজীবি সহ বিদেশিদের চক্রান্ত শর্তেও । গত দেড় দশকে পদ্ধাসেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, কাপ্তাইচ্যানেল, এলিভেটেট এক্সপ্রেসওয়ের মত মেঘা প্রকল্পগুলো, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি পদক্ষেপের কারনেই সম্ভব হয়েছে। আগামীতেও স্বাধীনতা বিরোধীদের সকল চক্রান্ত নস্যাৎ করে শেখ হাসিনার নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে। প্রধান অতিথির বক্তব্যে জয় এসব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব তোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, সরকারি মনসুর আলী কলেজের উপাধাক্ষ রেজাউল করিম রাঙ্গা, কৃতি শিক্ষার্থী শারমিন আক্তার , মিজানুর রহমান সহ স্থানীয় নেতৃবিন্দ বক্তব্য রাখেন। পরে কৃতি ছাত্রছাত্রী ও শিক্ষক,কর্মচারীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান ও বিশেষ অতিথিরা।
ছবি আছে
লিমন হেলাল, কাজিপুর প্রতিনিধি
০৪.০৯.২৩ ০১৭১১১৬১৩৫২