পটিয়ায়  ফিল্ম স্টাইলে

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
  গরু  ডাকাতি আহত-৬ পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি।। চট্টগ্রামের  পটিয়ায় ৩টি গরু, ৮টি মোবাইল সেট, নগদ টাকাসহ ৬ লক্ষাধিক টাকা মালামাল ডাকাতি করে নিয়েছে মর্মে অভিযোগ উঠেছে। ঘটনাটি  ঘটেছে রবিবার দিবাগত রাতে পটিয়া  উপজেলার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা গ্রামে। এদিকে গতকাল দুপুরে খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষিকা শেলী আক্তারের বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ৭ ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার টাকা চুরি করা হয়েছে।  এছাড়াও গত বৃহস্পতিবার ভোরে আলম প্লাজায় জেনেরেটর চুরির ঘটনা ঘটে বলে জানান মার্কেট এর মালিক শফি সওদাগর।ডাকাতির ঘটনায় ডাকাতের হামলায় আহতদের মধ্যে, কেরবান আলী ( ৪৩)।  মনছুর আলম (৪৫), মোহাম্মদ এরফান ( ৪২), মোহাম্মদ আলী (৪৫), খোরশেদ আলম (২৬), মোহাম্মদ শরীফ (৩৮),  আহত মনছুর আলম জানান, ১০-১২ জনের ডাকাতদল পুলিশ পরিচয়ে আগ্নেয়াস্ত্র হাতে ইয়াবা উদ্ধারে অভিযানের সামশুল আলমের গোয়াল ঘর থেকে ৪ টি গরু গাড়িতে তোলে এবং একটি গরু গাড়িতে তোলার সময় নিচে পড়ে যায়। গ্রামের রাস্তাগুলো দিয়ে লোকজন যাতায়াতের সময় ইয়াবা তল্লাশির নামে ডাকাত দলের সদস্যরা অন্তত ১০ জনকে চোখ ও মুখ বেধেঁ জিম্মি করে রাখে একটি ঘরে আটকে রাখে এবং তাদের মোবাইল ফোন ও টাকা নিয়ে নেয়া হয়।  স্থানীয় বাসিন্দা মোহাম্মদ লোকমান ও জানে আলম জানান, ডাকাতদল সাথে করে আনা গাড়িতে গরু তুলে নিয়ে যায়। গাড়িতে ৪ টি গরু তোলা হলেও একটি গরু গাড়ি থেকে নিচে পড়ে যায়। ডাকাতির সময় রাস্তায় যাকেই পেয়েছে একে একে মাছের খাবারের গোডাউনে নিয়ে চোখ, মুখ ও হাত বেধেঁ আটকে রাখে। বাসিন্ধা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, রাত সোয়া দুইটার দিকে ডাকাতদল চলে গেলে পুলিশে সংবাদ দেয়া হয়। খবর দেয়া হলেও এর আরো এক ঘণ্টা পর রাত সাড়ে তিনটায় পুলিশ ঘটনাস্থলে যায়। এদিকে বাসায় চুরির ঘটনায় শিক্ষিকার স্বামী নরুল আবছার চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি -১ এর সাবেক পরিচালক ব্যবসার কাজে তিনি কক্সবাজার ছিলেন। তার স্ত্রী খলিলুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষিকা। তারা পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ মক্কা ভিলার সম্মুখে শাহ আমানত ভিলার ৪ র্থ তলায় ভাড়া বাসায় থাকেন। গতকাল সোমবার সকালে তার সন্তানরা স্কুলে এবং দুপুরে স্ত্রী কলেজে চলে গেলে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকে স্বর্ণ ও মালামাল চুরির ঘটনা ঘটে। ঘটনার পর পটিয়া থানার এসআই সেলিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, ডাকাতি নয়, গরু চুরির ঘটনা ঘটেছে। রাতে পুলিশ গিয়েছিল।  চোরদের কাছে কোন আগ্নেয়াস্ত্র ছিলো না। তিনি আরো বলেন, চুরির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেলিম চৌধুরী  পটিয়া প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম  ০১৮১৯৩৪৯৪৪২ ০৪/০৯/২৩ ইং

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)