কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে দর্শনার ৩ যুবক আটক

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
জাহিদ হাসান জিহাদ স্টাফ রিপোর্টার
:::::ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল- আহসান মহোদয় এর দিকনির্দেশনায় কালিগঞ্জ থানা পুলিশের একাধিক আভিধানিক দল ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করে ইং- ০২/০৯/২০২৩ তারিখ রাত অনুমান ০১:১৫ ঘটিকায় কালীগঞ্জ থানাধীন আড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে থেকে ঢাকা মেট্রো-ট-১৮-৯৩৫০ নম্বরের ট্রাক চুরির করার সময় পুলিশ হাতে নাতে ১। মোঃ রেজওয়ান হোসেন (২২), পিতাঃ মৃত রিয়াজ উদ্দিন, সাং- মোবারকপাড়া, থানাঃ দর্শনা, জেলাঃ চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে। পরবর্তীতে উক্ত আসামীর তথ্যমতে চুয়াডাঙ্গা জেলায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আসামী ২। মোঃ আকাশ মিয়া (২২), পিতাঃ মৃত হারুন মিয়া, সাং-আজিমপুর (আমতলা), ৩। মোঃ রিয়াদ হোসেন (২২), পিতাঃ মোঃ শফি মিস্ত্রি, সাং- মোহাম্মদপুর (থানাপাড়া), উভয় থানাঃ দর্শনা, জেলাঃ চুয়াডাঙ্গাকে গ্রেফতার করে আসামীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় আসামীরা কালীগঞ্জসহ ঝিনাইদহ ও যশোর হতে প্রায় ৮/১০ টি ট্রাক চুরি করে। টায়ার ও তেলসহ অন্যান্য মালামাল ফরিদপুর জেলার নগরকান্দা থানার অপূর্ব কর্মকার অপু (২২), পিতা: মৃত সুবল কর্মকার, সাং- যদুরদিয়া, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুরকে চোরাই টায়ারসহ গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে কালীগঞ্জ থানার মামলা নং-০১, তাং-০২/০৯/২০২৩ ইং, ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড, ২। কালীগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-০৩/০৯/২০২৩ ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)