পটিয়ার আশিয়ায় এক প্রবাসীর ঘরের বাউন্ডারি ওয়াল ভাংচুরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা, পটিয়া:
পটিয়ার আশিয়ায় এক প্রবাসীর ঘরের বাউন্ডারি ওয়াল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় প্রবাসীর স্ত্রী নাসরিন সুলতানা আখিঁ বাদী হয়ে গত রবিবার রাতে প্রতিপক্ষের বিরুদ্ধে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার আশিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মৌলভী কবিরের বাড়ী এলাকায়। ঘটনার পর পটিয়া থানার উপ-পরিদর্শক আবদুল জলিলসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে প্রবাসী নূর মোহাম্মদের সাথে প্রতিবেশী আবদুর রাজ্জাক, আব্দুর রশিদ, ইব্রাহিম খলিল সুমন, মোঃ শওকত ওসমান, মোঃ করিমের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এর জেরে প্রতিপক্ষের লোকজন প্রবাসীর স্ত্রী নাসরিন সুলতানাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল। প্রবাসী নূর মোহাম্মদ সম্প্রতি পাঁকা ঘর নির্মান নির্মান কাজ করলে এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিপক্ষের লোকজন। এর জেরে প্রবাসীর বসতঘরের পাশের বাউন্ডারি ওয়াল ভাংচুর করা হয় এবং প্রবাসীর স্ত্রীকে মারধর করা হয়। পরবর্তীতে শওকত ওসমান এসে নাসরিন সুলতানার কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেন। একপর্যায়ে গত ১৭ সেপ্টেম্বর ঘরে কেউ না থাকার সুবাদে পুনরায় বসতঘরের দক্ষিন পাশের বাউন্ডারি ওয়াল ভাংচুর করে। প্রবাসীর স্ত্রী নাসরিন সুলতানা জানান, আমার স্বামী প্রবাসে থাকায় ঘরে আমি একা হওয়াতে আমার মা আমার সাথে থাকেন।
ঘটনার পর আমি থানায় অভিযোগ করায় বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোন সময় প্রতিপক্ষের লোকজন আমার উপর হামলা করতে পারে। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের ইব্রাহিম খলিল সুমন ও আবদুর রাজ্জাক বলেন, আমদের সাথে তাদের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। স্থানীয় সালিশী বৈঠকে এ জায়গা আমরা পেয়েছি তাই বাউন্ডারি ওয়ালটি ভেঙ্গেছি। পটিয়া থানার উপ-পরিদর্শক আবদুল জলিল বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়ালটি ভাঙ্গা দেখেছি। এ নিয়ে দু-পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেছি। বিষয়টি তদন্তকরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।