বেআইনি জনতার দলবদ্ধ হইয়া পথরোধ করত

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
বগুড়া জেলা প্রতিনিধিঃ মোঃ ফরিদ উদ্দিন প্রাঃ স্থানীয় ঠিকানাঃ গ্রাম কোলগ্রাম থানাঃ দুপচাঁচিয়া জেলাঃ বগুড়া দীর্ঘ 13 বছর ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছেন মোঃ ফরিদ উদ্দিন অতি সাধারণ এবং নরম স্বভাবের মানুষ ( গত বৃহস্পতিবার ২৭ জুলাই ২০২৩ ) বারে সন্ধ্যাই ৭ টায় সময়। ( আনুমানিক মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসতেছিলেন আসার পথে মোঃ আলফাজ বিএনপির ইউনিয়ন সভাপতি তার বাসার সামনে আলফাজের নেতৃত্বে মাজের আলীর খোকা পিতা মৃতঃ মজির উদ্দিন মো: রফিকুল পিতাঃ তছলিম উদ্দিন মো: রাজু পিতাঃ মো: আলফাজ আলী প্রা: এরা সকলে বিএনপি সদস্য। এবং বিএনপি ওয়ার্ড সভাপতি মোঃ রানা পিতাঃ মাজের আলী খোকা। স্থানীয় ঠিকানাঃ গ্রাম কোলগ্রাম থানাঃ দুপচাঁচিয়া জেলাঃ বগুড়া সহ তাদের ছেলে পেলে ১২/১৩ জন লোক আকম্মিক ভাবে লাঠি এবং বড় বড় চাকু দিয়ে এলো পাতারি ভাবে মারতে থাকে। এক পর্যায়ে শরীর রক্তাক্ত হয়ে মুখ দিয়ে সাদা ফেপরা বের হলে । তারা মৃত ভেবে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়, মোঃ ফরিদ উদ্দিন প্রাঃ তার বাড়ির লোকজন জানিয়ে পেয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে কলেজ ভর্তি করায়, একি সময় প্রশাসনকে খবর দেওয়া হয়, এসে কোনো আসামী পাইনি তারা, আসামি সবগুলো পলাতক ছিলেন ভয়ে তারা, রাস্তায় শুধু রক্ত রক্তাক্ত দাগ ছিলো। বেআইনি জনতায় দলবদ্ধ হইয়া পথরোধ করতঃ হভ্যার উদ্দেশ্য মারপিট করিয়া সাধারণ ও গুরুতর জখম স্যধন, চুরি ক্ষতিসাধন ভয়ভীতি প্রদর্শন ও হুুকুমের অপরাধ মোটরসাইকেল ভাংচুরের আনুমানিক পরিমাণ ৪০,০০০/= চল্লিশ হাজার টাকা সহ একটি Samsung ব্যাটান ফোন ফোনের দামঃ ৩৬০০/= তিন হাজার ছয়শত টাকা। টেমরে থাকার ৫০,০০০/= পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেয়। মো: রাজ্জাক আলী পিতা মৃতঃ আকবর আলী। আসামী ঢাকা হাইকোর্ট থেকে জামিন নিয়ে নেয়। অসহায় গরিব লোক টি তার মারপিটের ন্যায্য বিচার পেলেন না। মোঃ ফরিদ উদ্দিন প্রাঃ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে বাসায় ফিরে এসেছে ( চিকিৎসা বাবদ ৫৮হাজার টাকা খরচ হয়েছে) আগের থেকে এখন শরীর অনেকটা সুস্থ এবং ভালো আছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)