ময়মনসিংহ অঞ্চলে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু দায়িত্ব নিলেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। হানিফ খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ অঞ্চলে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ অঞ্চলে হাইওয়ে পুলিশের দায়িত্ব নিলেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। হাইওয়ে পুলিশের নতুন ইউনিট হিসেবে কার্যক্রম শুরু করেছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। চলতি সেপ্টেম্বর মাস থেকে এর যাত্রা শুরু হলো। নতুন এই ইউনিটের প্রধান হিসেবে যোগ দিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। হাইওয়ে পুলিশের সদর দপ্তর জানায়, বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেলের সমন্বয় গঠন করা হয়েছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। ময়মনসিংহ বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেলের সমন্বয় গঠিত হয়েছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। জেলাগুলো হলো- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর। থানাগুলো হচ্ছে- ভরাডোবা, শ্যামগঞ্জ, বকশীগঞ্জ ও নান্দাইল হাইওয়ে থানা। একজন পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপারসহ ১৫২ জন জনবল নিয়ে যাত্রা শুরু করেছে এই ইউনিট। পুরো ময়মনসিংহ বিভাগের হাইওয়ের শৃঙ্খলা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। এর আগে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হাইওয়ে পুুলিশের গাজীপুর রিজিয়নের অধীনে ছিল। এটি পৃথক করে দেওয়ার পর এখন ময়মনসিংহ বিভাগে আনুষ্ঠানিকভাবে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘হাইওয়ে পুলিশের প্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান স্যারের সার্বিক তত্ত্বাবধানে জনবান্ধব পুলিশ ইউনিট হিসেবে কাজ করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনবল, লজিস্টিক সাপোর্ট ও কাজের পরিধি বাড়বে। ময়মনসিংহ বিভাগে নিরাপদ সড়ক গড়তে নিবেদিত থাকবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন।’ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
সেপ্টেম্বর ০৬, ২০২৩
0
।
হানিফ খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহ অঞ্চলে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহ অঞ্চলে হাইওয়ে পুলিশের দায়িত্ব নিলেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। হাইওয়ে পুলিশের নতুন ইউনিট হিসেবে কার্যক্রম শুরু করেছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। চলতি সেপ্টেম্বর মাস থেকে এর যাত্রা শুরু হলো।
নতুন এই ইউনিটের প্রধান হিসেবে যোগ দিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
হাইওয়ে পুলিশের সদর দপ্তর জানায়, বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেলের সমন্বয় গঠন করা হয়েছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন।
ময়মনসিংহ বিভাগের চারটি হাইওয়ে থানা ও একটি হাইওয়ে সার্কেলের সমন্বয় গঠিত হয়েছে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। জেলাগুলো হলো- ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর।
থানাগুলো হচ্ছে- ভরাডোবা, শ্যামগঞ্জ, বকশীগঞ্জ ও নান্দাইল হাইওয়ে থানা। একজন পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপারসহ ১৫২ জন জনবল নিয়ে যাত্রা শুরু করেছে এই ইউনিট। পুরো ময়মনসিংহ বিভাগের হাইওয়ের শৃঙ্খলা ও নিরাপত্তায় দায়িত্ব পালন করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন।
এর আগে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো হাইওয়ে পুুলিশের গাজীপুর রিজিয়নের অধীনে ছিল। এটি পৃথক করে দেওয়ার পর এখন ময়মনসিংহ বিভাগে আনুষ্ঠানিকভাবে হাইওয়ে পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘হাইওয়ে পুলিশের প্রধান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান স্যারের সার্বিক তত্ত্বাবধানে জনবান্ধব পুলিশ ইউনিট হিসেবে কাজ করবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে জনবল, লজিস্টিক সাপোর্ট ও কাজের পরিধি বাড়বে। ময়মনসিংহ বিভাগে নিরাপদ সড়ক গড়তে নিবেদিত থাকবে হাইওয়ে ময়মনসিংহ রিজিয়ন।’ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।