ডিবি পুলিশের অভিযানে হেরোইন সহ ১ জন গ্রেফতার

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৮০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ১৪ হাজার টাকাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন: গোদাগাড়ী থানাধীন বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকার মনিরুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২২) জানাগেছে,জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় শনিবার (২৩সেপ্টেম্বর) রাত্রি সাড়ে এগারোটার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই ফয়সাল হাসান ও এসআই রিপন কুমার মন্ডলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর অনুপনগর ইউনিয়নের কুতুবুলের মার্কেটের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ আব্দুল কাদের-কে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)