পটিয়া সাতগাউসিয়া দরবারের উদ্যোগে যুব

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
  কনফারেন্সে বক্তারারাসুল (সঃ) ও আউলিয়া  কেরামের আদর্শ অনুসরণ করতে হবে পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-  পটিয়া সাতগাউসিয়া দরবারের মাওলা সুলনতাপুরী (ক.) ছাত্র যুব পরিষদ বাংলাদেশ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ সেপ্টেম্বর) পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে মহান ১৪ আশি^ন ২৯ সেপ্টেম্বর মহান খোশরোজ শরীফ ও জশনে জুলুসে প্রস্তুতি সভা ও তা’জুল আসফিয়া কনফারেন্সে এবং যুব সমাবেশে প্রধান মেহমান ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজাদা শাহসূফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (ম.জি.আ.)। মাওলা সুলনতাপুরী (ক.) ছাত্র যুব পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি’র নিবার্হী সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক বোলাল হোসেন নয়ন ও জহিরুল ইসলাম জিসাদ যৌথ পরিচালনায় সমাবেশের উদ্বোধন করেন সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ সভাপতি ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কেন্দ্রীয় নিবার্হী পরিষদ সভাপতি মুহাম্মদ আবু তৈয়ব। অতিথি’র বক্তব্য রাখেন সাতবাড়িয়া দরবারের পীর মাওলানা জহিরুল হক, হাফেজনগর দরবারের মুফতি বোরহান উদ্দিন, সুফি ফজল আহমদ সওদাগর, আবদুল খালেক চেয়ারম্যান, মাওলনা হাফেজ আহমদ আলকাদেরী, নুরুল ইসলাম, সুফি গোলাম কিবরিয়া আজম, ডাঃ শহিদুল ইসলাম, মাইনুর রহমান আসিফ, সরোয়ার উদ্দিন, মুহাম্মদ ইয়াছিন, শাহজাদা হমদাদ ইয়াছির চৌধুরী, এসএম আমান উল্লাহ আমিরী, জিয়া উদ্দিন এরশাদ, সাকিব উদ্দিন, শহিদুল ইসলাম ছমিরুল ইসলাম ইমন প্রমুখ। আলোচনা সভায় শেষে এক র‌্যালী পটিয়া সদর প্রদিক্ষণ শেষে পুনারায় পটিয়া আদর্শ হাই স্কুলে নেতৃবৃন্দদের মাঝে তাবরুক বিতরণ করা হয়। প্রধান মেহমান পটিয়া সাতগাউসিয়া দরবারের মাওলা সুলনতাপুরী (ক.) ছাত্র যুব পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাতা সভাপতি শাহাজাদা শাহসূফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (ম.জি.আ.) বলেন, মহান আল্লাহ তায়ালা মানব জাতির পূর্ণতার পরম উৎকর্ষ সাধনের জন্য সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মুহাম্মাদ (সা:)কে পৃথিবীতে পাঠান পবিত্র ১২ই রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাস মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার, কারণ এটি রাসুল (সা:) এর জন্মগ্রহণের মাস। বিশ্ব নবীর শুভাগমনে ইসলাম পূর্ণতা পেয়েছে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহর পরিচয় প্রকাশ করা। নবী-রাসুল প্রেরণের লক্ষ্য হলো মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। তাই আল্লাহকে পেতে হলে রাসুলুল্লাহ (সা.) ও আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করতেই হবে। আদর্শ অনুসরণ করে সবাইকে ঈমান ও আকিদা মজবুত করতে হবে। তিনি আরো বলেন, দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে নামাজ, রোজা, হজ, যাকাত ও অন্যান্য ধর্মীয় কর্মসূচি আদায় করতে হবে। মানুষের কল্যাণে মানবিক কাজ করে সকলের মনে মানবিকতা জাগ্রত করতে হবে। নবী রাসূল ও আউলিয়া কেরামের আদর্শ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। সেলিম চৌধুরী  পটিয়া প্রতিনিধি পটিয়া চট্টগ্রাম  ০১৮১৯৩৪৯৪৪২ ২৩/০৯/২৩ ইং।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)