ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদান
নভেম্বর ১৪, ২০২৪
0
শরিফা বেগম শিউলী
স্টাফ রিপোর্টার
রংপুরের মিঠাপুকুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র "বৈরাগীগন্জ কনফিডেন্স পাওয়ার প্লান্ট রংপুর লিমিটেড এর বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী
বৃহষ্পতিবার ১৪ নভেম্বর দুপুরে রংপুর ডিসি অফিসের সামনে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেন। এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ৩ ঘটিকার সময় পায়রাবন্দ ইউনিয়নের বৈরাগীগন্জ সংলগ্ন মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, শব্দ দূষণ, বায়ুদূষণ, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং কৃষি ফসলের উৎপাদন বিনষ্ট হওয়া থেকে প্রতিকার গ্রহণ করতে হবে। বহিরাগতদের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড এর কারণে যে সকল আবাদি জমির ক্ষতিসাধন হচ্ছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। উক্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র HFO এর অবশিষ্টাংশ বা স্লাজ বিক্রয়ে প্রকৃত স্থানীয়ের অগ্রাধিকার দিতে হবে। এলাকাবাসী আরো বলেন,আমরা ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হয়েছি। আমাদের দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি ৫০% মেসার্স মা এন্টাপ্রাইজ এর অনুকুলে HFO স্লাজ বিক্রয়ের সুযোগ দিতে হবে। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলাম বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান।
এদিকে কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কোনো কথা বলতে রাজি হয়নি।##