গফরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ ভবন রক্ষায় মানববন্ধন
নভেম্বর ২০, ২০২৪
0
হানিফ খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় রক্ষায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আবুল হাসেম, হামিজউদ্দিন, স্বপ্না বেগম, জোস্না আরা, রিফাত হোসেন প্রমুখ।
এলাকাবাসী তাদের বক্তব্যে চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় নিজস্ব জায়গা থেকে ভাড়াটিয়া জায়গায় নিয়ে যাওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, ইউনিয়নের কিছু অসাধু লোকজন নিজ স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে ভবন স্থানান্তরের ষড়যন্ত্র করছে। এতে করে চরআলগী ইউনিয়নের হাজার হাজার মানুষের ভোগান্তি বাড়বে। এছাড়াও বর্তমানে স্থানে নিজস্ব ভবনে ইউনিয়ন পরিষদ কার্যালয় বহালের দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউনিয়ন পরিষদ প্রশাসকের কাছে জনদুর্ভোগ লাগবে সমস্যা সমাধানের জোর দাবি জানান।
গফরগাঁও,ময়মনসিংহ।
তারিখ-১৪/১১/২০২৪