খাদ্য বান্ধব কর্মসূচি ডিলারের উপর সন্ত্রাসীদের হামলা

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
। হানিফ খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বারবাড়িয়া ইউনিয়ন এ খাদ্য বান্ধব কর্মসূচি ডিলারের উপর সন্ত্রাসীরা হামলা করে । এই বিষয়ে ডিলার মাহফুজ বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। গত ১৯/১১/২৪ ইং তারিখ রোজ মঙ্গলবার খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাউল বিক্রি করার সময় বিবাদী কবির উদ্দিন ভৈরম এর নির্দেশে, বিবাদী রাজন, মাহাবুল, রাজিম, খোকন, শাহ আলম ও শহীদ মিয়া সহ আরো অজ্ঞাতনামা তিন চারজন ডিলার মাহফুজ আহমেদ এর গোডাউনে এসে (১,০০০০০)এক লক্ষ টাকা ও সত্তোর বস্তা চাউল দাবি করেন। বিবাদীদের দাবীকৃত টাকা ও চাউল দিতে অনীহা প্রকাশ করিলে বিবাদীগণ হুমকি দিয়া চলিয়া যাই একই দিন দুপুর অনুমান ২ টা ৩০ ঘটিকার সময় ১৫ টাকা কেজি চাউল বিক্রির সময় পরিকল্পিতভাবে ধারালো দা, চাপাতি, কিরিচ, হকিস্টিক ও লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী ডিলার মাফুজ এর উপর অতর্কিত হামলা করে। বিক্রিত চাউল এর রক্ষিত নগদ (১,৫০,০০০) এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনাইয়া নেওয়ার সময় ডিলার মাহফুজ এর সহযোগী সোহেল রানা ওরুফে সিব্বির বাধা দিলে বিবাদী রাজন কিরিচ দিয়ে সিব্বির কে খুন করার উদ্দেশ্যে পেট লক্ষ্য করিয়া বাম সাইডে স্বজুড়ে আঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় আশেপাশের লোকজন ছুটে আসিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, পরে এলাকার লোকজন সিব্বির কে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করেন। আসামি দুজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)