আমাদের দৈনিক নব যুগান্তর প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার (ক্রাইম) প্রধান এর বাবা ভীষণ অসুস্থ সকলের কাছে দোয়ার দরখাস্ত রইল
নভেম্বর ২৪, ২০২৪
0
!!!
আবুল বশার চট্টগ্রাম
আমাদের দৈনিক নব যুগান্তর প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার (ক্রাইম) প্রধান এর বাবা মাওলানা আব্দুর রাজ্জাক, পিতাঃ আমীর হোসেন হাওলাদার (কুডু মুন্সী), গ্রামঃ গোবিন্দপুর, ডাকঘরঃ লক্ষীবর্ধন, থানাঃ বাকেরগঞ্জ জেলাঃ বরিশাল তার মেঝ ছেলে দীর্ঘ ৫বছর যাবত বিছানায় পড়ে আছে কিন্তু বর্তমানে প্রতিদিন ১২-১৫ বার বিছানায় পায়খানা প্রসাব করে, বিছানা থেকে উঠতে পারে না এবং খাওয়া দাওয়া ও কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছে তাই দৈনিক নব যুগান্তর প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার সদস্য সাংবাদিক মোঃ আবু ছালেহ বিপ্লব সকলের কাছে তার বাবার জন্য দোয়ার দরখাস্ত জানিয়েছেন।
সাংবাদিক মোঃ আবু ছালেহ বিপ্লব বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান জানান যে, তার বাবা একজন মাওলানা একটি মাদ্রাসার শিক্ষক ও মসজিদের খতিব ছিল এবং খুবই ভালো মানুষ ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
তার মা মিসেস মাহমুদা বেগম, স্বামীঃ মাওলানা আব্দুর রাজ্জাক ঠিকানা একই তিনিও দীর্ঘ ৬বছর যাবত বিছানায় পড়ে ছিলো কিন্তু গত ১০ই জানুয়ারী-২০২৪খ্রী রাত ১১:৩৮ মিনিটের সময় ইন্তেকাল করে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গিয়েছেন আমরা দৈনিক নব যুগান্তর প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার (ক্রাইম) প্রধান এর মায়ের আত্বার মাগফিরাত কামনা করছি আল্লাহ তায়ালা যেন সাংবাদিক মোঃ আবু ছালেহ বিপ্লব এর মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমীন।
দৈনিক নব যুগান্তর প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার (ক্রাইম) প্রধান এর বাবা মাওলানা আব্দুর রাজ্জাককে বিভিন্ন ধরনের ডক্টর, ঔষধ পথ্য, সহ সকল প্রকার সেবাশুশ্রূষা চালিয়ে যাচ্ছেন যাতে করে মহান রাব্বুল আল-আমিন কাকাকে দ্রুত সুস্থতা দান করেন তাই আমরা দৈনিক নব যুগান্তর প্রতিদিন এর ষ্টাফ রিপোর্টার (ক্রাইম) প্রধান এর বাবার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি যাতে করে মহান রাব্বুল আল-আমিন যেন তাকে আর বিছানায় রেখে কষ্ট না দিয়ে পরিপূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করেন। আমীন।