রায়পুরে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বিএনপির কমিটি গঠন
নভেম্বর ২৪, ২০২৪
0
।
পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গনতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় কাউন্সিলরদের ভোটে বিএনপির কমিটি গঠন করা হয়। ২৩ নভেম্বর শনিবার সকাল ১০ টা থেকে ভোটাভুটি শুরু হয়। এর আগে ৩৪৭ জন দলীয় কর্মীকে কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
নির্বাচনী ফলাফলে সভাপতি পদে মোঃ তৌহিদ ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ টিপু ৬৬ ভোট, মোঃ খোকন ৬০ ভোট, মোঃ ফরিদ ৪১ ভোট পান। সাঃ সম্পাদক পদে মোঃ নুরনবী ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ শাহীন ১৩৫ ভোট পান। নির্বাচন পরিচালনা করেন, বিএনপি নেতা সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন মৃধা, কেরোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সরকার ভূইয়া, সাঃ সম্পাদক জহির আলম বাচ্চু। ভোট শেষে ফলাফল ঘোষনা করে বক্তব্য প্রদান করেন, রায়পুর উপজেলা বিএনপির সাঃ সম্পাদক নাজমুল ইসলাম মিঠু। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কাউসার মোল্লা, রায়পুর উপজেলা ছাত্রদলের নেতা ও কেরোয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান আইনান প্রমূখ। বক্তারা বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল ওয়ার্ডে কমিটিগুলো প্রত্যক্ষ ভোটে সম্পর্ন করা হবে। বিজয়ীরা বিজিতদের মূল্যায়ন করতে হবে, সবাই আমরা ভাই ভাই।
পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,
রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
০১৭১৪৮৫৪৫৬৮