গফরগাঁওয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা
ডিসেম্বর ০৩, ২০২৪
0
হানিফ খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া বাজারে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত জসিম ৫নং রাওনা ইউনিয়ন যুবদলের নেতা। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের স্বজন ও স্থানীয়রা জানান, কিছুদিন আগেও জসিমের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। বিষয়টি উপজেলা বিএনপি’র নেতাদের এবং থানার ওসিকেও জানানো হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেয়া হয়নি। শনিবার রাতে পাঁচুয়া বাজারে ১০-১৫ জন এলাকার চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী জসিমের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্বজনদের অভিযোগ, রাওনা ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জালালের ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। গত ৫ই আগস্টের পর জালালের মদতে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলো একটি গ্রুপ। জসিম এসব কাজে বাধা দেয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। এর জেরে ফকরুল, জাকারিয়া, শাহিন, আলামিনসহ ১০-১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী জসিমকে কুপিয়ে জখম করে।
এ বিষয়ে গফরগাঁও থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে একজন আসামি কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলমান।