গফরগাঁও চুরি ও ছিন্তাইকারীদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ
ডিসেম্বর ০৩, ২০২৪
0
হানিফ খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়ন ডিগ্রিভূমি গ্রামে মো: নজরুল ইসলাম এর বসতবাড়ি থেকে রাতের আধারে ১,৫০০০০ টাকা দামের বাজাজ মোটরসাইকেল ও প্রায় ১৬,৫০০ টাকা দামের অ্যান্ড্রোয়েট মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। গত
০১/১২/২০২৪ ইং তারিখ মো: নজরুল ইসলাম পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ মো:ফেরদৌস আলম জানান, এই বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।