সুজানগরে শোডাউন দিয়ে মেয়র পদপ্রার্থী ঘোষণা দিলেন বিএনপি নেতা আব্দুস সালাম মোল্লা
ডিসেম্বর ১৬, ২০২৪
0
এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগরে বিশাল এক শোডাউন দিয়ে আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম মোল্লা।
শনিবার বিকেলে পাবনার সুজানগর পৌর শহরে বিশাল এক শোডাউনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেকে পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলেন।
এই শোডাউনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।
শোডাউন টি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা গেট চত্বরে পথসভায় সুজানগর পৌর যুবদলের সাবেক আহবায়ক সিদ্দিকুর রহমান সিদ্দিক বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ,সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম মোল্লা।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মজিবর খাঁন, বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বাতেন, পৌর যুবদলের আহবায়ক আনোয়ার মোল্লা, সুজানগর পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল খান, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারেক, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আওয়াল, সহ সভাপতি সিরাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল খান, বিএনপি নেতা বাদশা শেখ, ওমর শেখ, যুবদল নেতা আরিফ বিশ্বাস, ইউসুব আলী টোকন, স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা নবী মোল্লা, যুবনেতা মানিক খান, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরহাদ হোসেন, পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল, ছাত্রদল নেতা আলম মন্ডল ও এন এ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক শাকিল খান প্রমুখ।
সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আব্দুস সালাম মোল্লা বলেন, আমি সুজানগর পৌরসভার মেয়র প্রার্থী হওয়ার ইচ্ছে পোষণ করছি। আমি সুজানগর পৌরবাসীকে জানাতে চাই- আমার দল বিএনপি যদি দলীয়ভাবে আমাকে মনোনয়ন দেবার সিদ্ধান্ত নেন, তবে দলের কাছে আমি মনোনয়ন চাইব এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন দিলে সুজানগর পৌরবাসীর জন্য কাজ করতে পারব ইনশআল্লাহ। নিজের রাজনৈতিক সম্পৃক্ততার ইতিহাস তুলে ধরে তিনি আরো বলেন, আমি ছাত্রজীবন থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম।
(১৯৮৯-১৯৯১) সাল পর্যন্তবাংলাদেশজাতীয়তাবাদী ছাত্রদল, নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজ শাখার সভাপতি, (১৯৯২-১৯৯৬) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুজানগর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, (২০০৯-২০১৯) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ০৩ নং ওয়ার্ড সুজানগর পৌর শাখার সভাপতি, (২০১০-২০১৫) সাল পর্যন্ত সুজানগর পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক, (২০১৫-২০১৮) সাল পর্যন্ত জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার সাধারণ সম্পাদক, (২০২০-২০২৩) সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সম্মানিত সদস্য এবং জাতীয়তাবাদী দল সুজানগর পৌর শাখার বর্তমানে যুগ্ন আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি।
এছাড়া সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে পৌর ঈদ গাঁহ মাঠের সহ-সাধারণ সম্পাদক, তারাবাড়ীয়া নতুন গোরস্থানের সাধারণ সম্পাদক, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সম্মানিত সদস্য এবং হযরত শাহজালাল কিন্ডারগার্টেন একাডেমী পরিচালনা কমিটির সম্মানিত সদস্য ও আদর্শ ক্লাবের আহ্বায়ক হিসেবে বর্তমানে দায়িত্ব পাল করছি। বিগত স্বৈরাচারী আওয়ামী সরকারের আমলে নির্যাতনের বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, ১৯৯০ স্বৈরাচার পতনের গণ আন্দোলনের রাজপথে সক্রিয় ভুমিকা পালন করেছি, ১৯৯৬-২০০১ পর্যন্ত আওয়ামী সরকার কর্তৃক বিভিন্ন মিথ্যা মামলায় ও হামলার স্বীকার হয়েছি। মিথ্যা মামলা থাকার কারণে মা-বাবা পরিবার ছেলে পলাতক জীবন যাপন করেছি এবং বসবাস কৃত বাড়ী-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ভাংচুর ও লুটপাটের মাধ্যমে ক্ষতিগ্রস্থ হয়েছি। ২০১৪ সালের হাসিনার অবৈধ্য নির্বাচন বয়কট আন্দোলনে সক্রিয় ভুমিকা পালন করেছি।
২০১৫ সালে কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিলে আওয়ামী সন্ত্রাসীদ্বারা নির্যাতনের স্বীকার হয়েছি। বর্তমানেও শহিদ জিয়ার আদর্শ বুকে ধারন করে গণতন্ত্রের মা আপোষহীন দেশনেত্রীর মুক্তি আন্দোলনের সকল কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি। আগামী দেশনায়ক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী এবং সুজানগরের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাজ করছি।
যেহেতু আমি বিএনপি পরিবারের সন্তান এবং পৌরসভার বাসিন্দা তাই আমার দল বিএনপি ও পৌরবাসীর কাছে আমার দাবির একটা জায়গা তো আছে। এরই মধ্যে আমি সুজানগর পৌরবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। পৌরবাসী আমাকে মেয়র নির্বাচিত করলে আমি চেষ্টা করব সুজানগর পৌরবাসীর সার্বিক কল্যাণে কাজ করতে। এজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।