উজিরপুরে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি সভায়-পুলিশ সুপার বেলায়েত ও বিএনপি নেতা সান্টু

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। ৫ ডিসেম্বর সকাল ১১টায় উজিরপুর মডেল থানা কম্পাউন্ডে সভায় উজিরপুর মডেল থানার উদ্যোগে ব্যপক আয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি রক্ষায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও এসআই ওসমান গনির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, উজিরপুর-বানারীপাড়া সার্কেল একরামুল আহাদ,বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোঃ আব্দুল মান্নান,উজিরপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুল খালেক, উজিরপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মোঃ শাহে আলম,উজিরপুর হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ রায়। বক্তব্য রাখেন উজিরপুর পৌর বিএনপির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উজিরপুরের সমন্বয়ক রিয়াজ আহমেদ, ইমাম ও ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সভাপতি আবু হানিফ। প্রশ্ন উত্তর পর্বে বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুজ্জামান লিটন, হিন্দু বৈদ্য ঐক্য পরিষদ সদস্য বিধান রায়, বরিশাল জেলা ইসলামী যুব আন্দোলনের মোঃ সাইফুল ইসলাম, হারতা ইউনিয়ন যুবদলের রতন মজুমদার, হারতা ইউনিয়ন কাজীবাড়ী গ্রামের সুনিল চন্দ্র, খ্রিষ্টান ধর্মের লিটন হালদার, বিমল বাড়ৈ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হুমায়ুন খান, যুগ্ম-আহবায়ক এসএম আলাউদ্দিন,সরদার সিদ্দিকুর রহমান, মোঃ শাহিন সিকদার,পৌর বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান টুলু, যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন আকন, রাজ্জাক সরদার,নজরুল ইসলাম, সোহেল হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাহাবুব গোমস্তা,পৌরস্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মান সিকদার,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,শ্রমিক দল নেতা মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান,মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ মনির হোসেন সরদার, উপজেলা সাবেক ছাত্রদল নেতা মোঃ শাহাদুত জামান কমরেড, বরিশাল জেলা জামায়াত ইসলামীর কর্ম পরিষদ সদস্য হাফেজ মাওলানা কাওছার হোসাইন, ইসলামি যুব আন্দোলনের বরিশাল জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডিএম আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি-জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও বিশেষ অতিথি উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)