গফরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
। হানিফ খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি দমন ও প্রতিরোধ দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯,টায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলার দুর্নীতি দমন অফিস সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন শেষে দুর্নীতি দমন অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, রুবাইয়াত ইয়াসমিন, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফরোজা নাজনীন, অতিরিক্ত সুপার গফরগাঁও সার্কেল। আমির সালমান রনি, সহকারী কমিশনার (ভূমি) গফরগাঁও, ডাঃ জালাল উদ্দিন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডাঃ কে,এম,এহসান অ্যাডভোকেট,এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, স্কাউট, সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুর্নীতির বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)