পতেঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভায় এম এ আজিজবিজয়কে
ডিসেম্বর ১৪, ২০২৪
0
মোঃ আবুল বশার চট্টগ্রাম
অর্থবহ করতে সবাইকে ধৈর্য্য ধরতে হবে
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশে নতুন স্বাধীনতা। বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে এসেছে। এই বিজয়কে অর্থবহ করতে সবাইকে ধৈর্য্য ধরতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। প্রকৃত গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে, সংসদ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবো। বাংলাদেশে গণহত্যাকারীর আর কোনোদিন জায়গা হবে না। কোনো বিদেশি রাষ্ট্রের এখানে তাঁবেদারি চলবে না।তিনি শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে কাটগড় বোর্ড প্রাইমারী স্কুল মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির কর্মসূচী সফল করার লক্ষে পতেঙ্গা থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন, বিগত ১৭ বছর দেশে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। মানবাধিকার ছিল না। এক ব্যক্তির শাসন ছিল, সেখান থেকে আজ আমরা মুক্ত হয়েছি। দীর্ঘ দিনের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে মুক্ত নিঃশ্বাস নেয়ার পরিবেশ। তাই গণতন্ত্রের যাত্রা পথের মুক্তিকে সমুন্নত রাখতে হবে। জনগণের অধিকার আদায় এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য।এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মুজিবুল হক, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, বিএনপি নেতা মো. ইসমাইল কমিশনার, লোকমান কন্ট্রাক্টর, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ হারুন, মো. ইলিয়াছ, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা চৌধুরী নাজিম, বিএনপি নেতা মন্জুর কাদের, আলমগীর কোং, মো. রফিক, শফি মেম্বার, গিয়াস উদ্দিন, আবদুল হাকিম, মো. সেলিম, মালেক ফারুকী, মো. শফি, ফজল মাষ্টার, মো. ইউছুফ, জাহাঙ্গীর কোং, সরওয়ার কামাল, আবদুল মোনাফ, নুর মোহাম্মদ, ছাবের আহমেদ প্রমূখ।