সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
এম মনিরুজ্জামান,পাবনা: উপজেলা প্রশাসনের আয়োজনে, মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার সকালে পাবনার সুজানগরে বর্ণাঢ্য আয়োজনে,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে, বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক, শহিদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন শেষে শিল্পকলা একাডেমী হলরুমে বীরমুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার রাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ,পৌর বিএনপির আহবায়ক কামাল হোসেন বিশ্বাস, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, মশিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল মমিন, ফারুক ই আজম, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর রফিকুল ইসলাম, পৌর বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র দীপ মাহমুদ, শাহরিয়ার জেহাদ প্রমুখ। এছাড়াও সরকারি কর্মকর্তা,বীরমুক্তিযোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয় মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)