গফরগাঁও উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও এশিয়ান টিভির ক্যামেরা ম্যান হানিফ খান এর উপর সন্ত্রাসীর হামলা

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
। নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি, এশিয়ান টিভির ক্যামেরা ম্যান, ও প্রতিদিন বাংলাদেশ নিউজ ময়মনসিংহ জেলা প্রতিনিধি হানিফ খান এর উপর সন্ত্রাসীরা হামলা করে মারাত্মক আহত করেছে। শুক্রবার বিকেলে পাগলা থানার  দত্তের বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় জনগণ ও ভুক্তভোগী জানায়, টিসিবির পণ্য বিতরণ কালে ঐ এলাকার স্থানীয় জসিম মাস্টার এর নেতৃত্বে একদল সন্ত্রাসী টিসিবির পণ্য জোরপূর্ব ছিনিয়ে নেওয়ার সময় সাংবাদিক মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে জসিম মাস্টার এর নির্দেশে একদল সন্ত্রাসী সাংবাদিক এর উপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ সাংবাদিককে উদ্ধার করে গফরগাঁও  সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।এ ঘটনায় পাঁচ ছয় জনকে চিহ্নিত আসামি করে পাগলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রেকর্ড হয়নি। পাগলা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)