গফরগাঁওয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক হানিফ খানের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
। হানিফ খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি মোঃ হানিফ খানের উপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা করে মারাত্মক আহত করেছে। এ ব্যাপারে গফরগাঁও পাগলা থানায় একটি মামলা হয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত দুষ্কৃতিকারীদের কেহ গ্রেফতার হয়নি।অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে, মানবাধিকার সংগঠন হিউম্যান এইড, ইন্টারন্যাশনাল এর বিভাগীয় সভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ফখরুল হাসান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক গফুর হাসান, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল করিম, এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আয়নাল ইসলাম তার বক্তব্যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাংবাদিক হানিফ খানের উপর সন্ত্রাসী হামলার দুষ্কৃতকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ আইনী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান। তা না হলে আরো কঠুর কর্মসূচির ঘোষণা দেন। উল্লেখ্য, শুক্রবার বিকেলে পাগলা থানার  দত্তের বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় জনগণ ও ভুক্তভোগী জানায়, টিসিবির পণ্য বিতরণ কালে একদল সন্ত্রাসী জসিম মাস্টার এর নির্দেশে জোরপূর্বক টিসিবির পণ্য ছিনিয়ে নেওয়ার সময় সাংবাদিক মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তারা এ ঘটনা ঘটায়। খবর পেয়ে পাগলা থানা পুলিশ সাংবাদিককে উদ্ধার করে গফরগাঁও  সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। এ ঘটনায় পাঁচ ছয় জনকে চিহ্নিত আসামি করে পাগলা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)