মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিদিন বাংলাদেশ নি্উজ 24
0
। আবুল বশার চট্টগ্রাম। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা/ধর্ষণ মামলার আসামি, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অন্যান্য অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের যেকোন দুর্যোগপূর্ণ মুহূর্তে র‌্যাব সব সময় বন্ধু হয়ে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‌্যাব সর্বদা আন্তরিক। মহাপরিচালক, র‍্যাব ফোর্সেস মহোদয় এর সুযোগ্য দিকনির্দেশনায় র‍্যাব প্রতিনিয়ত মানবিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সমাজকল্যাণে অবদান রেখে চলেছে। দুর্যোগে দুঃসময়ে জনগনের পাশে আছে র‍্যাব ফোর্সেস । শুধু সন্ত্রাস দমনই নয়, জনসেবামূলক কাজেও এগিয়ে আছে র‌্যাব। তাই অন্যান্য বছরের মত এই শীতেও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে র‍্যাব ফোর্সেস। এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ জানুয়ারি ২০২৫ ইং তারিখ ০০৩০ ঘটিকায় মহাপরিচালক র‌্যাব ফোর্সেস এর দিকনির্দেশনায় র‌্যাব-৭, চট্টগ্রামের অধিনায়ক এঁর পক্ষ থেকে মহানগরীর বন্দর, পতেঙ্গা, আগ্রাবাদ, টাইগারপাস এবং ডিসি হিলসহ বিভিন্ন এলাকায় শীতার্ত অসহায় মানুষদের মাঝে ১৫০টি শীতবস্ত্র বিতরন করেন উপ-অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী, বিপিএম-সেবা । শীতবস্ত্র পেয়ে অসহায় দুঃস্থ লোকজন র‌্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। র‍্যাব ফোর্সেস জনস্বার্থে জনগণের সেবা করার জন্য সর্বদা নিয়োজিত এবং ভবিষ্যতে এধরনের জনকল্যানমূলক কাজ অব্যহত থাকবে। এসময় আরো উপস্থিত ছিলেন র‌্যাব-৭, চট্টগ্রাম এর লেঃ কমান্ডার মোঃ তাওহিদুল ইসলাম।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)